• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

১ ঘণ্টার ফোনালাপ জেলেনস্কির, পূর্বাঞ্চল থেকে পিছু হঁটলো ইউক্রেন

প্রকাশিত: ১৬:৩০, ২৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
১ ঘণ্টার ফোনালাপ জেলেনস্কির, পূর্বাঞ্চল থেকে পিছু হঁটলো ইউক্রেন

দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে বসার আগে নির্বাচনী প্রচারণার সময় থেকেই বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রতি দিয়ে আসছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রচেষ্টায় ইসরাইল-হামাস দ্বন্দসহ চলমান বেশকিছু সংঘাত বন্ধ হয়েছে  দাবি করলেও কিছুতেই যেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতির দেখা নেই। 

তবে দমে যাওয়ার পাত্র নন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধ বন্ধে উভয় পক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন।পরিবর্তন এনেছেন যুদ্ধবিরতির শর্তেও। এর আগে ট্রাম্পের প্রস্তাবিত ২৮ দফা পরিকল্পনা কেবল রাশিয়ার স্বার্থ রক্ষা করবে বলে অভিযোগ তোলে ইউক্রেন। 

এরপরই প্রস্তাবিত পরিকল্পনা সংশোধন করেন ট্রাম্প। ২৮ দফা থেকে কমিয়ে এনে নতুন ২০ দফা পরিকল্পনার  প্রস্তাব দেন।এতে ইউক্রেনের ওপর চাপানো কিছু শর্ত বাদ দেয়া হয়েছে। যেমন, ইউক্রেনকে অস্ত্র উৎপাদন বন্ধ করার শর্ত বাদ দেয়ার পাশাপাশি ইউক্রেনকে শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হয়েছে, ডনবাস পুরোপুরি রাশিয়ার হাতে তুলে দেয়ার শর্ত কিছুটা শিথীল করা হয়েছে। ন্যাটোতে যোগদানের আশা সম্পূর্ণ ত্যাগ করার শর্ত আগের মতো থাকলেও আলোচনার মাধ্যমে এর রূপরেখার পরিবর্তনের কথা বলা হয়েছে। 

যুদ্ধবিরতির নতুন পরিকল্পনা প্রকাশের পর গেল সপ্তাহেই ইউক্রেনের প্রতিনিধিদল, তাদের মিত্র ইউরোপীয় ইউনিয়নের নেতা এবং রাশিয়ার আলোচক দলের সাথে বৈঠক করে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। ঐ বৈঠকের এক সপ্তাহ পার হওয়ার আগেই স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে ইউক্রেনের প্রেসিডেন্ট সাথে ভলোদিমির জেলেনস্কির সাথে ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাই জ্যারেড ক্রুশনার। 

প্রায় এক ঘন্টা বৈঠক চলে ইউক্রেনীয় প্রেসিডেন্টের সাথে। মার্কিন প্রতিনিধিদের সাথে দ্রুত যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান জেলেনস্কি।
 
আজ আমরা মার্কিন রাষ্ট্রপতির প্রতিনিধিদের সাথে কথা বলেছি। জ্যারেড ক্রুশনার এবং স্টিভ উইটকফের সাথে যুদ্ধবিরতির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কিভাবে দ্রুত স্থায়ী শান্তি নিশ্চিত করা যায় সে বিষয়ে কথা হয়েছে।কিছু বিষয়ে আমরা একমত এবং কিছু সংবেদনশীল বিষয় নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সাথে আলোচনার প্রয়োজন।  

আর নতুন প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে রাশিয়ায় ফিরে গেছেন রুশ বিশেষ দূত কিরিল দিমিত্রিভ। যুদ্ধ বন্ধের প্রস্তাবিত শর্তগুলো পর্যালোচনা চলছে বলে জানিয়েছ ক্রেমলিন। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রর সাথে রাশিয়ার সাথে ধীর কিন্তু কার্যকর অগ্রগতি হচ্ছে বলেও জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

শান্তি পরিকল্পনার প্রস্তাবগুলো আমরা বিশ্লেষণ করছি। এরপর রাষ্ট্রপতির সিদ্ধান্তের উপর নির্ভর করে, আমরা আমেরিকানদের সাথে যোগাযোগ চালিয়ে যাব।

এদিকে যুদ্ধবিরতি নিয়ে অব্যাহত আলোচনার মধ্যেও ইউক্রেনে থেমে নেই রাশিয়ার ধকর অভিযান। একটি ভিডিও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব ইউক্রেনের ডোনেৎস্ক অঞ্চলের সোভিয়াতো পোক্রোভস্ক বসতিও দখল করা হয়েছে। আর ঐ অঞ্চল থেকে নিজেদের সেনা সরিয়ে নেয়ার কথা জানিয়েছে ইউক্রেন। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2