• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

সিরিয়ায় জুমার নামাজের পর মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩

প্রকাশিত: ১৭:৫৮, ২৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সিরিয়ায় জুমার নামাজের পর মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩

সিরিয়ার হোমস শহরের একটি মসজিদে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর হোমসের ওয়াদি আল-দাহাব এলাকায় ইমাম আলী বিন আবি তালিব মসজিদে এ হামলা হয়।

খবরে বলা হয়, সিরিয়ার হোমস শহরের একটি মসজিদে বিস্ফোরণে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) জানায়, শুক্রবারের নামাজের পরপরই হোমসের ওয়াদি আল-দাহাব এলাকায় অবস্থিত ইমাম আলী বিন আবি তালিব মসজিদে এই হামলা চালানো হয়।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় কর্মকর্তারা রয়টার্স সংবাদ সংস্থাকে বলেন, বিস্ফোরণটি আত্মঘাতী অথবা মসজিদে আগে থেকে পুঁতে রাখা বিস্ফোরকের কারণে ঘটে থাকতে পারে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2