ক্যালিফোর্নিয়ায় একই সাথে ঝড়, বন্যা ও ভূমিধস, ৩ জনের মৃত্যু
ক্যালিফোর্নিয়ায় প্রবল ঝড় ও ভারি বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার পর্যন্ত এই বৈরী আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
ঝড়ের প্রভাবে লস অ্যাঞ্জেলেসের কিছু এলাকায় ২৭ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে প্রধান সড়কগুলো বন্ধ হয়ে গেছে এবং অনেক বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
বন্যার পানি বাড়তে থাকায় যানবাহনে আটকে পড়া অনেক মানুষকে উদ্ধারে কাজ করছেন জরুরি বিভাগের কর্মীরা। বুধবার লস অ্যাঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশ কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
এদিকে পাওয়ার আউটেজ ট্র্যাকিং সাইটগুলোর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ক্যালিফোর্নিয়ার প্রায় ১ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলেন। বড়দিনের ছুটিতে বাসিন্দাদেরি অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের না হতে অনুরোধ করেছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস।
বিভি/এজেড




মন্তব্য করুন: