২৫ মামলায় দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী
মোট ২৫টি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক।রাষ্ট্রীয় তহবিল তসরুপ করে ক্ষমতার অপব্যবহারের চারটি এবং অর্থ পাচারের ২১টি মামলায় তাকে দোষী সাব্যস্ত করেছে আদালত। এসব অভিযোগে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।
কারাগারের পরিবর্তে নিজের বাসায় গৃহবন্দি থাকার জন্য নাজিবের আবেদন খারিজের তিনদিন পর এই রায় এলো। এরআগে ২২৮ কোটি রিংগিট বা ৫৬ কোটি ৩০ লাখ ডলার সৌদি আরব থেকে উপহার হিসেবে পেয়েছেন বলে দাখিল করা নাজিবের আইনজীবীর বক্তব্য খারিজ করেছে হাইকোর্ট।
হাইকোর্টে ৭২ বছর বয়সী এই নেতার দুর্নীতি মামলার রায় ঘোষণার কার্যক্রম শুরু হয় স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায়। মাঝে জুমার নামাজের জন্য বেলা তিনটা পর্যন্ত বিরতি দেয়া হয়। এসময় বাইরে তার সমর্থরা ভিড় জমান। রাষ্ট্রীয় তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভলাপমেন্ট বারহাদ-ওয়ান এমডিবি থেকে ৯৯ লাখ মার্কিন ডলার আত্মসাতের মামলায় ২০২২ সালের আগস্ট থেকে ছয় বছর মেয়াদী কারাভোগ করছেন নাজিব।
কারাগারের পরিবর্তে নিজের বাসায় গৃহবন্দি থাকার জন গত সোমবার আবেদন করেছিলেন তিনি। ওয়ান এমডিবি থেকে অর্থ আত্মাসতসহ অর্থপাচারের ২১টি মামলার আসামি তিনি। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সর্বোচ্চ ২০ বছর এবং অর্থ পাচারের প্রতিটি অভিযোগে পাঁচ বছর করে কারাদণ্ডের বিধান রয়েছে।
বিভি/এজেড




মন্তব্য করুন: