বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণের অভিযোগ ভারতের
বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণের অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল। শুক্রবার (২৬ ডিসেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে ময়মনসিংহে দিপু চন্দ্র দাসের হত্যার নিন্দাও জানানো হয়।
অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা হবে, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন জয়সওয়াল। বাংলাদেশের পরিস্থিতি ভারত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি। তবে, ভারতের রাজধানী দিল্লিসহ বিভিন্ন স্থানে বাংলাদেশের মিশন এবং ভিসা সেন্টারগুলোকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
এদিকে, বাংলাদেশে রাজবাড়ীর পাংশায় বুধবার রাতে সংঘটিত ‘দুঃখজনক’ হত্যাকাণ্ড কোনো সাম্প্রদায়িক হামলা ছিল না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, ঘটনাটি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সৃষ্ট। নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী অমৃত মন্ডল ওরফে সম্রাট চাঁদা দাবির উদ্দেশ্যে এলাকায় উপস্থিত হন এবং বিক্ষুব্ধ স্থানীয় জনতার সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে প্রাণ হারান বলে উল্লেখ করেন প্রেস সচিব।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: