ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠক, লক্ষ্য যুদ্ধের অবসান
ছবি: ফাইল ফটো
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্যে রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ফ্লোরিডায় আয়োজিত এই বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনা ও নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা করবেন দুই নেতা। শুক্রবার সাংবাদিকদের সাথে আলাপকালে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, বৈঠকে যুদ্ধ বন্ধে চূড়ান্ত চুক্তি না হলেও একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বৈঠকটি ফলপ্রসূ হবে বলে প্রত্যাশা করেন। তবে যুক্তরাষ্ট্রই যুদ্ধ বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, এমন ইঙ্গিতও দেন তিনি। এই বৈঠকের ওপর ভিত্তি করে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে খুব দ্রুত বৈঠকের আয়োজন করতে চান প্রেসিডেন্ট ট্রাম্প।
এদিকে রাশিয়ার সংবাদপত্র কমেরসান্তের প্রতিবেদন অনুযায়ী, ভূখণ্ড বিনিময় ছাড়া কোনো চুক্তিতে যাবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিনিময় হিসেবে প্রেসিডেন্ট পুতিন পুরো দনবাস অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে রাখার বিষয়ে অনড় অবস্থানে রয়েছেন। সূত্র:
বিভি/এমআর




মন্তব্য করুন: