• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

ইরানকে শায়েস্তার হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা হুমকি আইআরজিসি প্রধানের

প্রকাশিত: ০৯:১৯, ২৩ জানুয়ারি ২০২৬

আপডেট: ০৯:২৮, ২৩ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ইরানকে শায়েস্তার হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা হুমকি আইআরজিসি প্রধানের

বড়সড় সামরিক বহর মোতায়েন করে ইরানকে নজরদারিতে রাখার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, অস্ত্রের ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত থাকার পাল্টা হুমকি দিয়েছেন ইরানের রেভ্যুলেশনারি গার্ড-আইআরজিসি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর। 

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন থেকে যুক্তরাষ্ট্রে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে বৈশ্বিক সংকট নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানকে শায়েস্তার হুঁশিয়ারি দিয়ে বলেন, সমরাস্ত্র আর যুদ্ধ জাহাজের বিশাল বহর মধ্যপ্রাচ্যে যাচ্ছে। বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ও একাধিক ডেস্ট্রয়ারের বহর দক্ষিণ চীন সাগর থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যে মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে গত সপ্তাহে। ব্যাপক সমর প্রস্তুতি চললেও এগুলো ব্যবহারের প্রয়োজন না ও হতে পারে বলে মনে করছেন ট্রাম্প। তার দাবি, তেহরানকে চাপে রেখে ৮৩৭ জন সরকার বিরোধীর ফাঁসি বন্ধ করেছেন। হুঁশিয়ার করে বলেছেন, আলী খামেনি প্রশাসনের প্রতিটি পদক্ষেপ নজরে রাখা হচ্ছে। 

এদিকে একইদিন যুক্তরাষ্ট্র আর ইসরাইলকে হুঁশিয়ার করেছেন ইরানের আধাসামরিক বাহিনী আইআরজিসি প্রধান মেজর জেনারেল পাকপুর। বলেছেন, শত্রুতা, ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় ইরান আগের থেকে বেশি প্রস্তুত ও সংগঠিত অবস্থায় আছে। গত বছর ১২ দিনের যুদ্ধে ইসরাইলের ক্ষয়ক্ষতি ও ব্যর্থতা মনে রাখতে বলেছেন তিনি। ইরানের বিরুদ্ধে আগ্রাসী পদক্ষেপ নিলে যন্ত্রণাদায়ক পরিণতি আর অনুশোচনা ছাড়া পথ খোলা থাকবে না বলেও সতর্ক করেছেন মেজর জেনারেল পাকপুর। 

বিভি/এসজি

মন্তব্য করুন: