• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

আল জাজিরার ওপর আবারও নিষেধাজ্ঞা বাড়ালো ইসরাইল  

প্রকাশিত: ০০:৫৩, ২৭ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
আল জাজিরার ওপর আবারও নিষেধাজ্ঞা বাড়ালো ইসরাইল  

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার ওপর আবারও নিষেধাজ্ঞা বাড়িয়েছে ইসরাইল। আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের কার্যক্রম ও তেল আবিবে তাদের অফিস বন্ধ রাখার ওপর আরও ৯০ দিন নিষেধাজ্ঞা বাড়িয়েছে দেশটি।  

রবিবার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানান ইসরায়েলি যোগাযোগমন্ত্রী শ্লোমো কারাহি। ইসরাইলের অভ্যন্তরে আল জাজিরার ইউটিউব চ্যানেল নিষিদ্ধের কথাও উল্লেখ আছে বিবৃতিতে। 

এর আগে ২০২৪ সালের মে মাসে ইসরায়েলে আল জাজিরার কার্যক্রম বন্ধের পক্ষে ভোট দেয় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা। সে সময় জাতীয় নিরাপত্তায় হুমকি হিসেবে বিবেচিত এমন বিদেশি সম্প্রচারকদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধের অনুমতি দিয়ে একটি আইন পাস হয় দেশটিতে।

উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরে, অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত আল জাজিরার অফিসেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

বিভি/এসজি

মন্তব্য করুন: