• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়; নিহত বেড়ে ১৭, বিদ্যুৎহীন লাখো মানুষ

প্রকাশিত: ২১:৪৪, ২৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ২১:৪৭, ২৬ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়; নিহত বেড়ে ১৭, বিদ্যুৎহীন লাখো মানুষ

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে একটি শক্তিশালী তুষারঝড় আঘাত হেনেছে। এতে অন্তত ১৭ জনের প্রাণহানি হয়েছে এবং কয়েক লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) রাতে বিবিসির লাইভ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী নিউইয়র্ক, টেনেসি, লুইজিয়ানা, ম্যাসাচুসেটস, কানসাস, পেনসিলভানিয়া ও টেক্সাসে মৃত্যুর খবর পাওয়া গেছে। টেক্সাসে স্লেডিং করতে গিয়ে দুর্ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে।

এই ঝড়ের কারণে ১০ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি দেশজুড়ে বহু স্কুল ও সড়ক বন্ধ ঘোষণা করা হয়েছে। আমাদের মানচিত্রে সপ্তাহান্তে তুষারপাতের বিস্তৃত চিত্র তুলে ধরা হয়েছে।

বিবিসির প্রধান আবহাওয়া উপস্থাপক জানিয়েছেন, সোমবারের (২৬ জানুয়ারি) মধ্যে তুষারপাত কিছুটা কমে আসবে। তবে যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলে তীব্র শীত অব্যাহত থাকবে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) টেক্সাসের দক্ষিণাঞ্চল থেকে শুরু করে উত্তর-পূর্বাঞ্চলের নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এলাকায় সতর্কতা জারি করেছে।

এমনকি কানাডার জন্যও এই ঝড় ছিল বড় ধরনের ধাক্কা। টরন্টো থেকে বিবিসির প্রতিবেদক জানিয়েছেন, রবিবার শহরের পিয়ারসন বিমানবন্দরে রেকর্ড পরিমাণ তুষারপাত রেকর্ড করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: