• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

বেইজিং ও নয়াদিল্লি ‌‌ভালো প্রতিবেশী ও বন্ধু: শি জিনপিং 

প্রকাশিত: ০০:২৮, ২৭ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বেইজিং ও নয়াদিল্লি ‌‌ভালো প্রতিবেশী ও বন্ধু: শি জিনপিং 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বেইজিং ও নয়াদিল্লি ‌‌ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার। সোমবার (২৬ জানুয়ারি) ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় ওই মন্তব্য করেন চীনের প্রেসিডেন্ট। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে ওই তথ্য জানানো হয়েছে। 

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। শি জিনপিংয়ের এই মন্তব্যে দুই দেশের সম্পর্ক ভালো হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

সিনহুয়া জানায়, গত এক বছরে চীন-ভারতের সম্পর্কে উন্নতি ও বিকাশ অব্যাহত রয়েছে এবং এটি বিশ্ব শান্তি ও সমৃদ্ধি রক্ষা এবং উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শি জিনপিং বলেন, ‘গত এক বছরে চীন-ভারত সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত ও বিকশিত হয়েছে, যা বিশ্ব শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে এবং এগিয়ে নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন সবসময় বিশ্বাস করে ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার হওয়াই চীন ও ভারতের জন্য সঠিক পথ।’

চীন-ভারত সম্পর্ককে রূপকভাবে ‘ড্রাগন ও হাতির একসঙ্গে নাচ’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, উভয় দেশ পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়াবে। একই সঙ্গে একে অপরের উদ্বেগ সমাধান করে সুস্থ ও স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

সূত্র: আলজাজিরা 

বিভি/এসজি

মন্তব্য করুন: