• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রে ভারতীয় স্বামীর গুলিতে স্ত্রীসহ নিহত ৪

প্রকাশিত: ১৫:৪৭, ২৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৫৪, ২৪ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্রে ভারতীয় স্বামীর গুলিতে স্ত্রীসহ নিহত ৪

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় পারিবারিক কলহের জেরে ভারতীয় স্বামীর গুলিতে স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছে বাড়ির ভেতরে থাকা তিন শিশু। স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরের একটি বাসভবনে এ ঘটনা ঘটে।  

রাত প্রায় আড়াইটার দিকে পুলিশ ব্রুক আইভি কোর্ট এলাকার একটি বাড়ি থেকে জরুরি ফোনকল পায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ চারজন প্রাপ্তবয়স্কের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। পরে বাড়িটি থেকে তিন শিশুকে জীবিত উদ্ধার করা হয়। গুলির ঘটনার সময় ওই তিন শিশু আলমারির ভেতরে লুকিয়ে ছিলো। ঘটনার পর একজন ৯১১ নম্বরে ফোন করে পুলিশকে জানায়। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত বন্দুকধারীকে গ্রেফতার করেছে পুলিশ। বন্দুকধারীর বিরুদ্ধে গুরুতর হামলা, চারজনকে নিষ্ঠুরভাবে হত্যা, শিশুদের বিরুদ্ধে একটি প্রথম ডিগ্রির নিষ্ঠুরতা এবং দুইটি তৃতীয় ডিগ্রির নিষ্ঠুরতার অভিযোগ আনা হয়েছে।

সূত্র: সিবিএস নিউজ  

বিভি/এসজি

মন্তব্য করুন: