পাকিস্তানে বিয়ের আসরে আত্মঘাতী বোমা হামলা, নিহত বেড়ে ৭
পাকিস্তানে বিয়ের আসরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২৫ জন। শুক্রবার (২৩ জানুয়ারি) দেশটির খাইবার পাখতুনখওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় এই ঘটনা ঘটে। আলজাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গণমাধ্যমকে পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আদনান জানান, স্থানীয় শান্তি কমিটির এক সদস্যের বাড়িতে শুক্রবার বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। ওই বাড়িতে তখন একটি বিয়ের উৎসব চলছিল। বিস্ফোরণে ওই বাড়ির ভবনটি ভেঙে পড়ে। এ ঘটনায় শুক্রবারই তিনজন মারা যান। পরে আহতদের মধ্যে চারজন হাসপাতালে মারা যান।
আফগানিস্তান সীমান্তবর্তী এলাকাগুলোতে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযানের প্রস্তুতির মধ্যেই এই আত্মঘাতী হামলাটি ঘটে। পাকিস্তানের সামরিক বাহিনী যখন ওই অঞ্চলে অভিযান জোরদারের প্রস্তুতি নিচ্ছে, তখন কঠোর শীতকালীন পরিস্থিতি সত্ত্বেও সেখানকার কয়েক দশ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।
শুক্রবারের বোমা হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে সন্দেহের তীর গিয়ে পড়ছে পাকিস্তানি তালেবানের দিকে, যারা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামেও পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে দেশজুড়ে সংঘটিত একাধিক হামলার সঙ্গে এই গোষ্ঠীর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
আফগান সীমান্তের উভয় পাশে সক্রিয় টিটিপি শান্তি কমিটির সদস্যদের ‘বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যা দিয়েছে। সংগঠনটির ঘোষিত লক্ষ্য হলো পাকিস্তানের বিদ্যমান শাসনব্যবস্থাকে উৎখাত করে তাদের নিজস্ব ব্যাখ্যা অনুযায়ী কঠোর ইসলামি আইনভিত্তিক শাসন প্রতিষ্ঠা করা।
২০২১ সালে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী ২০ বছরের যুদ্ধ শেষে আফগানিস্তান ত্যাগ করার পর প্রতিবেশী দেশটিতে আফগান তালেবান পুনরায় ক্ষমতায় ফেরে। এর পর থেকেই টিটিপি আরও সক্রিয় ও সাহসী হয়ে উঠেছে। তালেবানদের ক্ষমতা গ্রহণের পর থেকে টিটিপির বহু নেতা ও যোদ্ধা আফগানিস্তানে নিরাপদ আশ্রয় পেয়েছে বলে অভিযোগ রয়েছে।
ইসলামাবাদ অভিযোগ করেছে, আফগান তালেবানরা পাকিস্তানি এই গোষ্ঠীকে আফগানিস্তান থেকে হামলার পরিকল্পনা করার সুযোগ দিচ্ছে। তবে কাবুল এ অভিযোগ অস্বীকার করে বলেছে, টিটিপির কার্যক্রম পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: