• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

ইরানের কাছাকাছি পৌঁছেছে বিমানবাহী মার্কিন রণতরী

প্রকাশিত: ১০:১৮, ২৬ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ইরানের কাছাকাছি পৌঁছেছে বিমানবাহী মার্কিন রণতরী

ছবি: সংগৃহীত

বিমানবাহী মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’ মধ্যপ্রাচ্য হয়ে ইরানের কাছাকাছি পৌঁছেছে। এছাড়া, আকাশ ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে ‘থাড’ মোতায়েন করছে ট্রাম্প প্রশাসন।

ইসরাইলের সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ জানিয়েছে, আগামী কয়েকদিনে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আকাশসীমা বন্ধ করে দেওয়ার মতো সতর্ক সংকেতও দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী মোতায়েন করলেও সেটি ব্যবহারের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন। তবে দ্রুততম সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি জড়ো হওয়ায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে ইরান।

তেহরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের মাটিতে যুক্তরাষ্ট্র বা তার মিত্র ইসরাইলের যে কোনো হামলা ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে বিবেচনা হবে। ইরানের ওই কর্মকর্তা আশা করছেন, যুক্তরাষ্ট্রের সামরিক সমাবেশ বড় কোনো সংঘাতের জন্য নয়। তবে ইরানের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত আছে। সার্জিক্যাল, সীমিত বা যে কোনো হামলার জবাবে ইরান তার সর্বোচ্চ শক্তি ব্যবহার করবে।

বিভি/এআই

মন্তব্য করুন: