• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পর্তুগালের শান্তিরক্ষীদের বিরুদ্ধে হীরা পাচারের অভিযোগ

প্রকাশিত: ১২:৫৮, ৯ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
পর্তুগালের শান্তিরক্ষীদের বিরুদ্ধে হীরা পাচারের অভিযোগ

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে (সিএআর) শান্তি প্রতিষ্ঠার নামে হীরা পাচার চক্রের সংগে জড়িয়ে পড়েছে পর্তুগালের শান্তিরক্ষীরা। বিষয়টি স্বীকার করেছেন খোদ পর্তুগিজ সেনাপ্রধানও।

অভিযোগের প্রেক্ষিতে সোমবার গোটা দেশে প্রায় ১০০টি জায়গায় তল্লাশি চালায় পর্তুগালের সেনারা। সেনা অফিসারদের বাড়ি ছাড়াও বাঙ্কারসহ একাধিক কাঠামোয় তল্লাশি চালানো হয়। অভিযানে সব মিলিয়ে ১২ পর্তুগিজ শান্তিরক্ষীকে গ্রেফতার করা হয়।

শান্তি প্রতিষ্ঠার জন্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ১৮০ জনের মতো জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েন রয়েছে। এর মধ্যে বেশ কিছু পর্তুগিজ সেনা আছে। দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিলো, দেশটিতে হীরা পাচারে যুক্ত শান্তিবাহিনীর সদস্যরা। 

এই ঘটনার পর পর্তুগালের সেনাপ্রধান সংবাদমাধ্যমকে বলেছেন, সিএআর-এ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বেশ কিছু পর্তুগালের সেনা আছে। খবর পেয়েছিলাম তাদের কেউ কেউ হীরা পাচার চক্রের সংড়ে যুক্ত। এছাড়াও মাদক পাচারেও তারা মদত দিচ্ছে বলে অভিযোগ ছিলো। আমরা তল্লাশি অভিযান চালিয়েছি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই সেনারা সামরিক কার্গো বিমানে করে পর্তুগালে মাদক ও হীরা পাচার করতো। ২০১৯ সালের ডিসেম্বর থেকে তারা এই কাজ করছে।

পর্তুগালের প্রতিরক্ষামন্ত্রী এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: ডয়েচে ভেলে

বিভি/এসডি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2