• NEWS PORTAL

  • শনিবার, ০৫ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কলকাতায় আম আদমি পার্টির মিছিল, নজর রাজ্য রাজনীতিতে

প্রকাশিত: ১১:২৮, ১৪ মার্চ ২০২২

ফন্ট সাইজ
কলকাতায় আম আদমি পার্টির মিছিল, নজর রাজ্য রাজনীতিতে

ভারতের পাঞ্জাবে এবারের বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে আম আদমি পার্টি (আপ) এর জের ধরে রোববার বিকেলে কলকাতার রাজপথে আনন্দ মিছিল করেছে দলটির কর্মীসমর্থকেরা। এর মধ্য দিয়ে আপ জানান দেওয়ার চেষ্টা করেছে, আগামীতে দলটির লক্ষ্য পশ্চিমবঙ্গের রাজনীতিতে খুঁটি মজবুত করা।

দলীয় প্রতীক ঝাড়ু নিয়ে কলকাতার রাজপথে মিছিল করে আপের কর্মীসমর্থকেরা। মিছিলটি শুরু হয় গিরীশ পার্ক থেকে। শেষ হয় ধর্মতলায় গিয়ে। মিছিলে প্রচুর মানুষের সমাগম হয়। সময় তাঁরা পশ্চিমবঙ্গে স্বচ্ছ রাজনীতি উন্নত জীবনের প্রতিশ্রুতি দিয়ে শ্লোগান দেন।

রাজধানী দিল্লিতে ক্ষমতায় রয়েছে আপ। দলটির প্রধান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির বাইরে এবারই প্রথম পাঞ্জাবে বড় জয় পেল দলটি। পাঞ্জাবের নির্বাচনে আঞ্চলিক দল হিসেবে আপের জয় নজিরবিহীন। পাঞ্জাবে জয়ের পর দলটি এখন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে নজর দিতে চাইছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আপ জানে পশ্চিমবঙ্গে মমতা ক্ষমতায় থাকলেও তৃণমূল বিরোধী অনেক নেতা রাজ্যের রাজনীতিতে সক্রিয়। তাঁদের অবস্থান বুঝে এবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রবেশের জন্য রোববার কলকাতায় শোডাউন করেছে দলটি। মূলত কলকাতা তথা পশ্চিবঙ্গবাসীকে নিজেদের আগমন বার্তা জানান দেওয়াই ছিল মিছিলের উদ্দেশ্য।

বিভি/এনএম

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2