• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

হামাসের হামলার ২০ মাস পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নেতানিয়াহু

প্রকাশিত: ১৫:১২, ৪ জুলাই ২০২৫

ফন্ট সাইজ

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ইসরাইলের যেসব এলাকায় হামাস হামলা করেছিল তার মধ্যে অন্যতম ছিল দক্ষিণ ইসরাইলের কিবুটজ নির ওজ। হামাসের হামলায় সে এলাকার অনেক ইসরাইলি নিহত হন। যাদের বেশিরভাগই ছিলেন স্থানীয় কৃষক সম্প্রদায়।

ওই হামলার ২০ মাস পর প্রথমবারের মতো এলাকাটি পরিদর্শনে গিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ৩ জুলাই এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করতে যান নেতানিয়াহু। তবে তার এই সফর নির্বিঘ্ন ছিল না। 

কিবুটজে প্রবেশের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করে স্থানীয়দের একাংশ। তারা নেতানিয়াহুকে লক্ষ্য করে ‘দুর্নীতিগ্রস্ত’, ‘পরিত্যক্ত’ ও ‘খুনি’ বলে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীরা জড়ো হওয়ার পর যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিকল্প রাস্তা দিয়ে গাড়ি বহর নিয়ে নির ওজে প্রবেশ করেন নেতানিয়াহু। স্থানীয়দের অভিযোগ, অনেক আহ্বান সত্ত্বেও হামাসের হামলার পর বিধ্বস্ত কিবুটজ দেখতে আসেননি প্রধানমন্ত্রী। 

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের খবর অনুযায়ী, প্রায় এক বছর আগে নেতানিয়াহুর কিবুটজ পরিদর্শনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে তার কার্যালয়  ঘোষণা দেয়। কিন্তু বাসিন্দাদের বারবার অনুরোধ সত্ত্বেও সেই সফর হয়নি। এমনকি এক বছরেরও বেশি সময় আগে প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি সংবাদ সম্মেলনে গাজা সীমান্ত সংলগ্ন সম্প্রদায়ের মানচিত্র উপস্থাপন করেছিলেন, যেখানে কিবুটজ নির ওজের নাম অনুপস্থিত ছিল। 

৭ অক্টোবরের হামলায় এই কিবুটজ ছিল অন্যতম প্রধান লক্ষ্যবস্তু। ওই হামলায় কিবুটজে অন্তত ১০০ জনের বেশি নিহত হন। হামলার সময় অন্তত ৩২ জনকে জিম্মি করা হয়। এছাড়াও অনেকে আহত হয়েছেন।

সেদিন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী হামলার প্রথম কয়েক ঘণ্টায় নির ওজে তেমন প্রতিরোধ গড়তে পারেনি, যার ফলে দীর্ঘ সময় কিবুটজটি হামাসের নিয়ন্ত্রণে ছিল। কিবুটজের কিছু মানুষ নিজেরাই অস্ত্র তুলে নিয়ে প্রতিরোধ গড়ে তুললেও সেটি যথেষ্ট ছিলো না। হামলার পর নির ওজ কিবুটজ খালি করে দেওয়া হয়। বেঁচে যাওয়া বাসিন্দাদের অনেককে আশ্রয় কেন্দ্র বা অস্থায়ী জায়গায় স্থানান্তর করা হয়।

কিবুটজ মুলত গ্রামের মত একটি সমবায় বসতি। যেখানে মানুষ তাদের সম্পদ ভাগাভাগি করে থাকেন। নির ওজ কিবুটজটির জায়গায় আগে ফিলিস্তিনি গ্রাম আল-কুবাইবা ছিল। ১৯৪৮ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় গ্রামটি ধ্বংস হয়ে যায় এবং গ্রামবাসীরা বাস্তুচ্যুত হন। এরপর ১৯৫৫ সালে ইউরোপ থেকে আসা ইহুদি অভিবাসীরা নির ওজ কিবুটজটি গড়ে তোলেন।

বিভি/এমএফআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2