গাজার ত্রাণ বিতরণ কেন্দ্রে গণহত্যার আরেকটি নৃশংস চিত্র প্রকাশ

গাজায় গণহত্যার আরেকটি নৃশংস চিত্র উঠে এসেছে ত্রাণ বিতরণ কেন্দ্রের সাবেক নিরাপত্তারক্ষীর স্বীকারোক্তিতে। তার দাবি, বিনা উসকানিতে মেশিনগানের গুলিতে নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যার সাক্ষী তিনি।
ত্রাণ বিতরণ কেন্দ্রের ঠিকাদারি সংস্থা-জিএইচএফের সাবেক নিরাপত্তা রক্ষীর স্বীকারোক্তিতে উঠে এসেছে ক্ষুধার্থ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার বিভৎস চিত্র।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ওই ব্যক্তি জানান, পর্যবেক্ষণ টাওয়ারে থাকা এক সহকর্মীকে ত্রাণ বিতরণ কেন্দ্র থেকে বের হওয়ার রাস্তায় জড়ো হওয়া ভিড় লক্ষ্য করে মেশিনগান থেকে ১৫ থেকে ২০ রাউন্ড গুলি ছুড়তে দেখেছেন তিনি। এতে এক ফিলিস্তিনি মাটিতে লুটিয়ে পড়লে কেউ মরেনি উল্লেখ করে দুই নিরাপত্তারক্ষী ঠাট্টা তামাশায় মেতে ওঠেন। নিরস্ত্র নারী-শিশু-বৃদ্ধদের বহর খুব ধীর গতিতে এগুতে থাকলে ক্ষিপ্ত হয়ে তাদেরও গুলি করা হয় বলে দাবি তার।
জাতিসংঘের হিসাবে আট সপ্তাহে চারশ'রও বেশি ত্রাণ প্রত্যাশী ফিলিস্তিনি হত্যার শিকার হয়েছে। এই স্বীকারোক্তি আর হত্যার অভিযোগকে নিছক মিথ্যাচার বলে বিবৃতি দিয়েছে জিএইচএফ।
বিভি/টিটি
মন্তব্য করুন: