• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পুতিনের সঙ্গে লড়াইয়ে চ্যালেঞ্জ ইলন মাস্কের

প্রকাশিত: ১৬:৪৬, ১৫ মার্চ ২০২২

আপডেট: ১৭:০০, ১৫ মার্চ ২০২২

ফন্ট সাইজ
পুতিনের সঙ্গে লড়াইয়ে চ্যালেঞ্জ ইলন মাস্কের

পুতিনকে চ্যালেঞ্জ ছুঁড়ে টুইট করেছেন ইলন মাস্ক। ইংরেজি ও রুশ দুই বর্ণমালায় দেওয়া টুইটে মাস্ক বলেন, পুতিন-এর সঙ্গে লড়াই করতে চান তিনি। তবে লড়াই হবে শুধু তাঁদের দু’জনের মধ্যে। মাস্কের এমন টুইট ইতিমধ্যেই সাড়া ফেলেছে। 

টেসলা এবং স্পেস এক্সের প্রধান মাস্ক টুইটারে লেখেন, ‘আমি পুতিনকে একটি একক লড়াইয়ের চ্যালেঞ্জ জানাচ্ছি, যার বাজি হবে ইউক্রেন।’ এরপর আর একটি টুইটে রুশ প্রেসিডেন্টের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল ট্যাগ করে লেখেন, ‘আপনি কি এই লড়াইয়ে রাজি?’

আরও পড়ুন:

মাস্ক ভক্তরা টুইটারে তাকে প্রশ্ন ছোঁড়েন, তিনি কি আসলেই পুতিন-এর সঙ্গে যুদ্ধ করতে রাজি? জবাবে মাস্কের সোজা উত্তর, ‘আমি সত্যি সত্যি পুতিন-এর সঙ্গে লড়াই করতে চাই। তবে আমার মনে হয়, পুতিন এই চ্যালেঞ্জ নেবেন না।’

মাস্কের টুইটের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায় নি ক্রেমলিন। ইউক্রেনের রুশ আগ্রাশনের শুরু থেকেই পুতিন বিরোধী ইলন মাস্ক। 

বিভি/এসআই/এএন

মন্তব্য করুন: