• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আল-আকসা মসজিদে হামলা, ইসরায়েলকে সতর্ক করল ওআইসি

প্রকাশিত: ১৫:৪৭, ১৭ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
আল-আকসা মসজিদে হামলা, ইসরায়েলকে সতর্ক করল ওআইসি

মুসলিমদের অন্যতম ধর্মীয় ইবাদতকেন্দ্র আল-আকসা মসজিদে বর্বরোচিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ওই হামলায় বহু ফিলিস্তিনি আহত হয়। পবিত্র রমজানের মধ্যে এ ধরনের ঘটনা মানবতা বিরোধী কাজের শামিল। ওই ঘটনার পর কড়া এক বিবৃতি জারি করেছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)।

ওআইসির বিবৃতির বরাত দিয়ে সৌদি গেজেটে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে বসতিস্থাপনকারী চরমপন্থী গ্রুপের কুরবানি দিতে চাওয়ার হুমকির বিষয়ে সতর্ক করে দিয়েছে ওআইসি। দখলদার ইসরায়েলি বাহিনীর সমর্থন ও সুরক্ষায় কয়েক ডজন চরমপন্থী বসতিস্থাপনকারী পবিত্র আকসায় যে তাণ্ডব চালিয়েছে এবং তালমুদিক আচার-অনুষ্ঠান পালন করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে ওআইসি।

Haven Muslima on Instagram: “MashaAllah beautiful sisters in Deen at Masjid  al Aqsa. May Allah give us all a … | Dior handbags, Best designer bags,  Chanel slingback

বিবৃতি ওআইসি জানিয়েছে, এই বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি পুরো উম্মাহর অনুভূতির জন্য একটি স্পষ্ট উস্কানি এবং আন্তর্জাতিক রেজুলেশন এবং চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

ওআইসি’র মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা ফিলিস্তিনি জনগণকে ক্রমাগতভাবে ঠান্ডা-মাথায় হত্যাকাণ্ডের সম্ভাব্য পরিণতির জন্য এবং এই অঞ্চলে ধর্মীয় সংঘাত, চরমপন্থা এবং অস্থিতিশীলতার উদ্রেককারী পবিত্রতার ক্রমাগত লঙ্ঘনের সম্ভাব্য পরিণতির জন্য ইসরায়েলকে পুরোপুরি দায়ী করেছেন।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বারবার এই ধরনের চুক্তি লঙ্ঘনের অবসান ঘটাতে এবং ইসরায়েলকে পবিত্র স্থানের পবিত্রতা এবং ফিলিস্তিনি জনগণের রাজনৈতিক ও ধর্মীয় অধিকারের প্রতি সম্মান জানাতে বাধ্য করার আহ্বান জানান ওআইসি মহাসচিব। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2