• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইউক্রেনের কমান্ড সেন্টার ধ্বংস করেছে রাশিয়া

প্রকাশিত: ১৭:০২, ৩০ জুন ২০২২

ফন্ট সাইজ
ইউক্রেনের কমান্ড সেন্টার ধ্বংস করেছে রাশিয়া

ইউক্রেনের সামরিক বাহিনীর নিয়ন্ত্রিত একটি কমান্ড সেন্টার ধ্বংস করে দেওয়ার দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার মধ্য দিনিপ্রো শহরের কাছে রুশ বাহিনী এক ক্ষেপণাস্ত্র হামলায় এটি ধ্বংস করা হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। খবর: আল জাজিরা।

তবে আল জাজিরার পক্ষ থেকে রাশিয়ার এই দাবির সত্যতা যাচাই করা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত ইউক্রেনও কোনো মন্তব্য করেনি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১২৭ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়ে চলেছে।

বিভি/এনএ

মন্তব্য করুন: