ক্লাসেই সুন্দরী ম্যাডামের সঙ্গে ছাত্রের নাচ, ভিডিও ভাইরাল

ভিডিও থেকে সংগৃহীত
হিন্দি গানের তালে তালে সুন্দরী শিক্ষিকা নেচে চলেছেন ক্লাসরুমে। তার নাচের সঙ্গী হয়েছেন ক্লাসেরই এক ছাত্র। এরকমই এক ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই ভিডিওটি।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া ওই ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে ভারতের কোনো এক প্রদেশের স্কুলের ঘটনা এটি। ভারতীয় সংবাদ মাধ্যমও নির্দিষ্টভাবে স্কুল কিংবা এলাকার নাম বলতে পারেনি। তবে ভাইরাল হওয়া শিক্ষিকার নাচ নিয়ে এখন দুই ভাগে বিভক্ত হয়েছেন নেটিজেনরা।
কেউ কেউ বলছেন, শিক্ষিকা হিসেবে তার কাছে এমন আচরণ কাম্য নয়। কেননা এতে করে সম্পর্কের মধ্যে গুরু-শিষ্য ভাব থাকে না। তাকে পাঠদানে সমস্যা হতে পারে। আবার কেউ কেউ বলছেন শিক্ষিকা ও ছাত্র সম্পর্ক এরকম বন্ধুত্বপূর্ণ হওয়াই উচিত। এতে করে শিক্ষার পরিবেশে নতুন গতি আসে।
ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, একজন ছাত্র এবং ওই শিক্ষিকা মিলে ক্লাসরুমের মধ্যেই হিন্দি গানের তালে নাচ করে চলেছেন। ‘আশিকি-২’ সিনেমার অরিজিত সিং-এর গাওয়া ‘তুম হি হো’ গানে তারা তুমুল নাচ করে চলেছেন। ছাত্রটি স্কুলের ড্রেস পরে রয়েছে এবং শিক্ষিকা নীল রঙের শাড়ি পরে রয়েছে। স্কুলের কোনও অনুষ্ঠানে তাঁরা এমন নাচ করেছেন। সেই ক্লাসে আরও পড়ুয়া উপস্থিত। সকলেই হাততালি দিয়ে চিৎকার করে তাদের উৎসাহ দিয়ে চলেছেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। অনেকের মতে ওই শিক্ষিকা ক্লাসরুমের মধ্যে এমন নেচে ঠিক কাজ করেননি। এর ফলে পড়ুয়াদের মধ্যে ক্ষতিকর প্রভাব পড়তে পারে।
অনেকে আবার বলছেন ওই শিক্ষিকা কোনও অন্যায় কাজ করেননি। কারণ একজন শিক্ষিকা এবং পড়ুয়ার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত। অযথা ব্যাপারটিকে অন্যদিকে নিয়ে যাওয়া ঠিক হবে না। একজন শিক্ষিকা ছাত্রের সঙ্গে নাচ করলে অসুবিধাটা কোথায়।
বিভি/এজেড
মন্তব্য করুন: