• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাশিয়া ছেড়ে পালাচ্ছে মানুষ

প্রকাশিত: ২২:৫২, ২২ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
রাশিয়া ছেড়ে পালাচ্ছে মানুষ

তিন লাখ রিজার্ভ সেনা সমাবেশ করার ঘোষণা দিয়েছে রাশিয়া। ইউক্রেনে যুদ্ধে যাবার জন্য বুধবার (২১ সেপ্টেম্বর) এ ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে ঘোষণার পর, রাশিয়া ছাড়ার হিড়িক পড়েছে দেশটির মানুষের মধ্যে। খবর: বিবিসি

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে ইতোমধ্যে দেশটির সকল ফ্লাইটের টিকেট বিক্রি হয়ে গেছে। রাশিয়া থেকে সরাসরি দেশটির কাছের আর্মেনিয়া, জর্জিয়া, আজারবাইজান, কাজাখস্তানকে আপাতত বেছে নিচ্ছে সেখানকার মানুষ।

কয়েকদিন আগে রাশিয়া নতুন করে সেনা নিয়োগের ঘোষণা দেয়। সেখানে বলা হয়, ১৮ থেকে ৬৫ বছর বয়সী রুশ ও বিদেশিরা তিন বা ছয় মাসের জন্য ইউক্রেনে বিশেষ অভিযানের জন্য সেনা নিয়োগের জন্য প্রযোজ্য হবেন। এছাড়া রিজার্ভ সেনা তলব করে রাশিয়া। এরপর রাশিয়ায় বিক্ষোভ হয়। বিক্ষোভের দায়ে পুলিশ এক হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের সেনা সমাবেশের নির্দেশের পর রাশিয়া থেকে অনেকে দেশের বাইরে চলে যেতে চাচ্ছে। কারণ, ইউক্রেন যুদ্ধে তারা যোগ দিতে চায় না।

তুর্কি এয়ারলাইন্স বলেছে, রাশিয়া থেকে ইস্তানবুলে যাওয়ায় ফ্লাইটের টিকেট আগামী শনিবার পর্যন্ত বুকড। বেশকিছু মিডিয়া আউটলেট এবং সাংবাদিক টুইটারে লিখেছেন, রাশিয়ার এয়ারলাইন্স দেশটির ১৮ থেকে ৬৫ বছর বয়সীদের কাছ থেকে টিকেট বিক্রি বন্ধ করে দিয়েছে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু বলেছেন, ইউক্রেনে যুদ্ধের জন্য তিন লাখ রিজার্ভ সৈন্যকে তলব করা হবে। তিনি বলেন, এই সংখ্যাটি রাশিয়ার মোট আড়াই কোটি রিজার্ভ সৈন্যদের মাত্র এক শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, রিজার্ভ সৈন্য ডাকার অর্থ হচ্ছে যুদ্ধে রাশিয়ার অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। একটি যুদ্ধে নিয়মিত সেনাবাহিনী সফল হলে রিজার্ভ সৈন্য তলব করার দরকার হয় না।

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2