• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সৌদি আরবের প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ বিন সালমান

প্রকাশিত: ০৭:১৬, ২৮ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ০৭:১৭, ২৮ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
সৌদি আরবের প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ বিন সালমান

ছবি: মোহাম্মদ বিন সালমান

যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সৌদি আরবের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। পুনর্গঠন করা হয়েছে মন্ত্রিসভা। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি রাজকীয় ডিক্রি জারি করা হয়।

বহির্বিশ্বে সৌদি আরবের অনানুষ্ঠানিক প্রধান হিসেবে পরিচিত মোহাম্মদ বিন সালমান ওরফে এমবিএস। তবে ডিক্রি জারির ফলে আনুষ্ঠানিকভাবে বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশটির সরকার প্রধান হলেন তিনি। এ সিদ্ধান্তের মাধ্যমে ৮৬ বছর বয়সী সৌদি বাদশাহর স্থলাভিষিক্ত হওয়ার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেলেন মোহাম্মদ বিন সালমান।

এরআগে প্রতিরক্ষামন্ত্রীর পাশাপাশি সৌদি আরবের উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবারের ডিক্রিতে বাদশাহ সালমানের আরেক সন্তান প্রিন্স খালেদ বিন সালমানকে প্রতিরক্ষামন্ত্রী ও ইউসুফ বিন আবদুল্লাহ আল বেনিইয়ানকে শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। সূত্র: আল জাজিরা

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2