• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বাংলাদেশের ইলিশের ওপর নির্ভরতা কমাতে বললেন মমতা

প্রকাশিত: ১৬:৫৯, ২৪ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
বাংলাদেশের ইলিশের ওপর নির্ভরতা কমাতে বললেন মমতা

বাংলাদেশের ইলিশের প্রতি নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘এখন থেকে বাংলাদেশের ইলিশের ওপর পশ্চিমবঙ্গের নির্ভরতা কমাতে হবে। সেই সঙ্গে নদী ও সমুদ্র থেকে ইলিশ পোনা বা ছোট ইলিশ ধরা বন্ধ করতে হবে। একই সঙ্গে ইলিশের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিতে হবে।’

মাছের দাম কমানোর উপায় হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ দিয়ে বলেন, ‘শুধু ইলিশ নয়, আমাদের নদী ও জলাশয়ে অন্য মাছের উৎপাদন বাড়াতে হবে। আমাদের সমুদ্র ও উপকূলীয় নদী এলাকায় ইলিশের বংশবৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। মাছের চাষ বাড়াতে হবে।।

মমতা বলেন, ‘ডায়মন্ড হারবারে ইলিশ নিয়ে একটি গবেষণাকেন্দ্র তৈরি করা হয়েছে। সেখানে এই রাজ্যে আরও বেশি করে ইলিশ উৎপাদন নিয়ে গবেষণা করা হচ্ছে। তাই ভবিষ্যতে এই রাজ্যে প্রচুর ইলিশ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করে যাওয়া হচ্ছে।’

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2