• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কোরআন পোড়ানোর ইস্যুতে সুইডেনকে এরদোগানের সতর্ক বার্তা

প্রকাশিত: ১৪:১৪, ২৪ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৭:৪৮, ২৪ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
কোরআন পোড়ানোর ইস্যুতে সুইডেনকে এরদোগানের সতর্ক বার্তা

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান স্টকহোমে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার পর সুইডেনকে সতর্ক করেছেন। সতর্ক বার্তায় তিনি বলেন, ন্যাটোতে যোগদানের জন্য তার সমর্থন আশা করতে পারে না। 

সংবাদমাধ্যমটিতে বলা হয়, এরদোয়ান শনিবার একজন ইসলামবিরোধী রাজনীতিকের কার্যক্রমের জবাবে প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়। তিনি বলেন, ‘এটা পরিষ্কার যে, যারা আমাদের দেশের দূতাবাসের সামনে এই ধরনের অপমানজনক ঘটনা ঘটিয়েছে তারা আর ন্যাটো সদস্যপদ পাওয়ার জন্য তাদের আবেদনের বিষয়ে আমাদের কাছ থেকে কোনো সহযোগিতা আশা করতে পারে না।’ 

তুরস্কের দূতাবাসের সামনে পরিত্র কোরআন পোড়ানোর ঘটনায় তিনি বলেন, ‘তুরস্কের আপত্তি সত্ত্বেও সুইডিশ পুলিশ এই বিক্ষোভের অনুমোদন দিয়েছে।’

প্রতিবেদনে বলা হয়, সুইডেন এরদোয়াগানের মন্তব্যে চরম সতর্কতার সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে।

সূত্র: আল-জাজিরা

বিভি/এনএ

মন্তব্য করুন: