• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

ভয়াবহ বিপর্যয়ের পর পাকিস্তানে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সেবা

প্রকাশিত: ১৬:৩২, ২৪ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৬:৪১, ২৪ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
ভয়াবহ বিপর্যয়ের পর পাকিস্তানে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সেবা

জাতীয় গ্রিডে ভয়াবহ বিপর্যয়ের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পাকিস্তানের বিদ্যুৎ পরিষেবা। আঁধারে নিমজ্জিত দেশটির বিভিন্ন শহরে সোমবার (২৩ জানুয়ারি) রাতজুড়ে মোতায়েন রাখা হয় অতিরিক্ত পুলিশ।

আরও পড়ুন: 

 

পাকিস্তানের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সোমবার দিনব্যাপী প্রায় ১৫ ঘণ্টা চেষ্টার পর অনেক শহরে বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধার সম্ভব হয়।  

রাজধানী ইসলামাবাদসহ বেশিরভাগ বড় শহরই বিদ্যুৎহীন ছিলো ১২ ঘণ্টার বেশি সময়। রাত পর্যন্ত বিদ্যুৎ সংযোগ শতভাগ স্বাভাবিক না হওয়ায় বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় মোতায়েন হয় অতিরিক্ত পুলিশ।

গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এরআগে সোমবারের মধ্যেই বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিকের আশ্বাস দিয়েছিলেন জ্বালানি মন্ত্রী খুররম দস্তগীর।

দেশটির সংবাদমাধ্যম বলছে, পাকিস্তানে বিদ্যুৎ সঙ্কট নতুন কিছু নয়। অব্যবস্থাপনা ও বিনিয়োগ স্বল্পতায় গেল অক্টোবরেও কয়েক ঘণ্টার জন্য অন্ধকারে ছিলো পাকিস্তানের বেশির ভাগ এলাকা।

আরও পড়ুন: 

বিভি/রিসি

মন্তব্য করুন: