• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সাকিবের ফরচুন বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স

প্রকাশিত: ১৬:৩৭, ২৪ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৬:৪২, ২৪ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
সাকিবের ফরচুন বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ‘বিপিএল’ টি-টোয়েন্টিতে চলছে দিনের প্রথম ম্যাচ। মিরপুর স্টেডিয়ামে সাকিবের ফরচুন বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। শেষ খবর পর্যন্ত সংগ্রহ তাদের ৩ উইকেটে ৭০ রান।

আরও পড়ুন: 

 

সাত দলের লিগ টেবিলে সর্বাধিক ১০ পয়েন্ট করে নিয়ে চলতি বিপিএলে নিজেদের সপ্তম ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট ও বরিশাল।

নেট রানরেটে শীর্ষে থাকা সিলেটের ইনিংস ওপেন করতে নামেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। কিন্তু স্কোর বোর্ডে প্রথম ওভারে ১০ রান যোগ হওয়ার পরেই শান্তকে ছেড়ে যান জাকির। তাকে রান করার সুযোগই দেননি মোহাম্মদ ওয়াসিম। নিজের প্রথম ওভারে তোহিদ হৃদয়কে ও মুশফিকুর রহিমকেও ফেরত পাঠান পাকিস্তানি পেসার।

হৃদয় চার রান করলেও মুশফিক রানের খাতা খুলতে পারেননি। ১৫ রানে তিন উইকেট হারানোর পর বিপর্যয় ঠেকানোর পরীক্ষায় নামেন টম মুর্স। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে মনোযোগ দেওয়া শান্তর সঙ্গে যোগ দেন এই ইংলিশ উইকেটকিপার। পাওয়ার প্লে'র ৬ ওভারে স্কোর টেনে নেন তারা ৪১-এ। পরের ওভারে ফিফটির গন্ডি পার করেন তারা। 

আরও পড়ুন: 

বিভি/রিসি

মন্তব্য করুন: