• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

৪০টি দেশের উপরে নজরদারি চালাচ্ছিল চীনা স্পাই বেলুন: দাবি আমেরিকার

প্রকাশিত: ১৯:৪৫, ১০ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৯:৪৯, ১০ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
৪০টি দেশের উপরে নজরদারি চালাচ্ছিল চীনা স্পাই বেলুন: দাবি আমেরিকার

আমেরিকা চীনের যে বেলুনটিকে যুদ্ধবিমান থেকে মিসাইল ছুঁড়ে আটলান্টিক মহাসাগরে ফেলে ধ্বংস করে দিয়েছিল তা ৪০টি দেশের উপরে নজরদারি চালাচ্ছিল বলে দাবি তাদের। আমেরিকার দাবি, মার্কিন সামরিক ঘাঁটিগুলির উপরে নজরদারির জন্যই স্পাই বেলুন পাঠিয়েছে চীন। 

অন্য়দিকে চীনের দাবি ছিল, নজরদারি নয়, বরং আবহাওয়া ও বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের জন্য ওড়ানো হয়েছিল ওই বিশালাকার বেলুন, যা হাওয়ার ধাক্কায় পথ হারিয়ে আমেরিকার আকাশসীমায় করে যায়। 

গত সপ্তাহে স্পাই বেলুন ধ্বংসের পর আমেরিকা-চিনের মধ্যে সম্পর্ক আরও জটিল হয়। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) আমেরিকার পক্ষ থেকে জানানো হয়, সন্দেহজনক বেলুন, যা চিন পাঠিয়েছিল, তা কমিউনিকেশন সিগন্যাল সংগ্রহ করতে সক্ষম। ৪০টি দেশের উপর থেকে উড়ে এসেছিল ওই বেলুনটি। সন্দেহ, প্রত্যেকটি দেশের প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য় সংগ্রহ করেছে চীন।

আমেরিকার দাবি, বেলুনের প্রস্তুতকারকের সঙ্গে চিনের সেনাবাহিনীর সরাসরি যোগাযোগ রয়েছে এবং এই বেলুন তৈরির অর্ডারও চিনের সেনাবাহিনীই দিয়েছিল।

অন্যদিকে, চীনের দাবি, বেলুনটি তাদের নিজের বলে স্বীকার করে নিলেও, তা নজরদারির জন্য পাঠানো হয়নি বলেই জানানো হয়। চিনের দাবি, আবহাওয়া সংক্রান্ত গবেষণার জন্য এই বেলুন ওড়ানো হয়েছিল, কিন্তু হাওয়ার ধাক্কায় তার গতিপথ থেকে বিচ্যুত হয়ে আমেরিকার আকাশসীমায় প্রবেশ করে। বেজিংয়ের অভিযোগ, আমেরিকা ওই বেলুন মিসাইল ছুড়ে নামিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন: