• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধস, ১৫ জনের মৃত্যু

প্রকাশিত: ১২:৪৭, ৭ মার্চ ২০২৩

আপডেট: ১২:৫০, ৭ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধস, ১৫ জনের মৃত্যু

ছবি: ভারী বৃষ্টিতে ধসে পড়েছে রাস্তা

প্রবল বর্ষণ ও ভূমিধসে ইন্দোনেশিয়ার নাতুনা অঞ্চলে অন্তত ১৫ জন মারা গেছেন। এ ঘটনায় আরও ৫০ জনের মতো নিখোঁজ রয়েছে। সোমবার (৬ মার্চ) দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন এজেন্সি (বিএনপিবি) প্রকাশিত বেশ কিছু ছবিতে দেখা যায়, সেরাসান দ্বীপের ঘর-বাড়ি ক্ষতির মুখে রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টি ও কয়েক জায়গায় ভূমিধসের কারণে অনুসন্ধান ও উদ্ধার অভিযানকে জটিল করে তুলছে। কিছু কিছু জায়গায় বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা।

রিয়াউ দ্বীপপুঞ্জের দুর্যোগ প্রশমন এজেন্সির মুখপাত্র জুনাইনাহ বলেন, আবহাওয়া প্রতিনিয়ত বদলাচ্ছে। বাতাস আগের চেয়ে আরও জোরে বইছে। জোয়ারের ঢেউ বেশি। পরিস্থিতি খারাপ হতে থাকায় ৬০ জনের অনুসন্ধান ও উদ্ধারকারী দল দ্বীপের উদ্দেশে রওনা হয়েছে। ৭ থেকে ৮ ঘণ্টা লাগবে পৌঁছাতে। বিএনপিবি’র মুখপাত্র আব্দুল মুহারি বলেন, উদ্ধার অভিযানের গতি বাড়াতে একটি হেলিকপ্টার মোতায়েন করা হবে।

বর্ষার মৌসুমে ইন্দোনেশিয়ার প্রচুর বৃষ্টিপাত হয়। এতে ভূমিধস ও বন্যা দেখা দেয়। দ্বীপ অঞ্চলটিতে অন্যান্য জায়গায়র চেয়ে ভূমিকম্প ও ভূমিধসের ঘটনা চোখে পড়ার মতো। সূত্র: আল জাজিরা

বিভি/এমআর

মন্তব্য করুন: