• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

যে মামলায় বিচারের মুখোমুখি কাতারের সাবেক অর্থমন্ত্রী

প্রকাশিত: ২০:০১, ১৯ মার্চ ২০২৩

আপডেট: ২০:০২, ১৯ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
যে মামলায় বিচারের মুখোমুখি কাতারের সাবেক অর্থমন্ত্রী

ছবি: আলী শেরিফ আল-ইমাদি

ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন কাতারের সাবেক অর্থমন্ত্রী আলী শেরিফ আল-ইমাদি। ঘুষ ও অর্থ আত্মসাতের অভিযোগে ফৌজদারি আদালতে বিচারের সম্মুখিন হতে যাচ্ছেন কাতারের সাবেক অর্থমন্ত্রী আলী শেরিফ আল-ইমাদি। ২০২১ সালে গ্রেফতার সাবেক এই অর্থমন্ত্রীর বিরুদ্ধে ওই অভিযোগ গঠন করা হয়। 

রবিবার (১৯ মার্চ) দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কাতার নিউজ অ্যাজেন্সি (কিউএনএ) এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, আল-ইমাদিকে ২০২১ সালের মে মাসে গ্রেফতার করা হলেও তার মামলা সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি। তবে অভিযোগের ভিত্তিতে তিনি অনির্দিষ্ট সংখ্যক আসামিদের সাথে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন।

কিউএনএর প্রতিবেদনে আরও বলা হয়, মামলার নথি থেকে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অপরাধে জড়িত থাকার প্রমাণ মিলেছে। তবে দেশটির সাবেক এই অর্থমন্ত্রীর বিরুদ্ধে কত টাকা চুরির অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কিছু বলা হয়নি।

কাতারের বর্তমান ক্ষমতাসীন আমিরের সিংহাসনে আরোহণ এবং দেশটির ন্যাশনাল ব্যাংককে মধ্যপ্রাচ্যের বৃহত্তম ঋণদাতা ব্যাংকে পরিণত করার পর উপসাগরীয় দেশটিতে আল-ইমাদি ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন।

মধ্যপ্রাচ্যের এই দেশটির এক সময়ের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তাদের অন্যতম ছিলেন আল-ইমাদি। কাতারের ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান, সার্বভৌম সম্পদ তহবিল বোর্ড ও কাতার এয়ারওয়েজের নির্বাহী বোর্ডের সভাপতি হিসেবেও কাজ করেছেন তিনি। সূত্র: রয়টার্স, আলজাজিরা

বিভি/এমআর

মন্তব্য করুন: