• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সাদ্দাম হোসেন সম্পর্কে এবার সামনে এলো চমকপ্রদ তথ্য!

প্রকাশিত: ১৬:৪৬, ২০ মে ২০২৩

আপডেট: ১৬:৫০, ২০ মে ২০২৩

ফন্ট সাইজ
সাদ্দাম হোসেন সম্পর্কে এবার সামনে এলো চমকপ্রদ তথ্য!

ছবি: সাদ্দাম হোসেন (ফাইল ফটো)

ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন সম্পর্কে কিছু নতুন তথ্য প্রকাশ করেছেন তারই আইনি সুরক্ষা দলের প্রধান কর্মকর্তা। খলিল আল-দুলাইমি নামের এই কর্মকর্তা সাদ্দাম হোসেনের আইনি সুরক্ষা দলের প্রধান ছিলেন।

মিডেল ইস্ট মনিটর জানায়, সম্প্রতি আল আরাবিয়া টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে খলিল আল-দুলাইমি বলেন, সাদ্দাম হোসেনকে তার মুক্তির জন্য তাকে ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণার প্রস্তাব দিয়েছিলো যুক্তরাষ্ট্র। তবে তিনি সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।

দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র সাদ্দামকে ফালুজায় মার্কিন সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করে দেশ ছেড়ে চলে যেতেও প্রস্তাব দিয়েছিল, কিন্তু তিনি সে প্রস্তাবও প্রত্যাখ্যান করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সাদ্দামের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আল-দুলাইমি বলেন, সাদ্দাম হোসেনকে আটকে রাখা এবং শারীরিক ও মানসিক নির্যাতনের ফলে তাকে প্রথমে  চিনতেই পারেননি আল-দুলাইমি। পরে অবশ্য তাকে চিনতে পেরেছিলেন।

প্রসঙ্গত, ২০০৩ সালের ৩ মার্চ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ সাদ্দাম হোসেনের পতন ঘটাতে ইরাকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে এবং তা ধ্বংস করার নাম করে দেশটিতে হামলে পড়ে মার্কিন ও তাদের মিত্র বাহিনী। যদিও এমন কোনো অস্ত্রের অস্তিত্ব এখন পর্যন্ত পাওয়া যায়নি।

মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর আগ্রাসনের তারিখ থেকে ২০০৬ সালের জুনের শেষ পর্যন্ত ইরাকে সাড়ে ছয় লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। তাছাড়া গণবিধ্বংসী অস্ত্র সম্পর্কে যে অভিযোগ করা হয়েছিলো, ইরাকে ক্ষমতার পরিবর্তনকে প্রভাবিত করার জন্য যা ছিলো একটি অজুহাত মাত্র। সূত্র: মিডলইস্ট মনিটর

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2