• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এরদোয়ানের জয়ের পর যা বললেন জো বাইডেন

প্রকাশিত: ১২:২৯, ২৯ মে ২০২৩

ফন্ট সাইজ
এরদোয়ানের জয়ের পর যা বললেন জো বাইডেন

ফাইল ছবি

তুরস্কে ঐতিহাসিক দ্বিতীয় দফার ভোটে রিসেপ তাইয়েব এরদোয়ান পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে একই সঙ্গে কাজ করার আগ্রহের কথা বলেন তিনি।

রবিবার (২৮ মে) এক টুইট বার্তায় বাইডেন বলেন, ‘ন্যাটো মিত্র হিসেবে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু ও অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় তুরস্কের সঙ্গে আমি একযোগে কাজ করতে আগ্রহী।’

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন ব্যক্তিগতভাবে এরদোয়ানকে অভিনন্দন জানিয়ে তুরস্ককে গুরুত্বপূর্ণ ন্যাটো মিত্র ও অংশীদার বলে বর্ণনা করেছেন।

উল্লেখ্য, রবিবার তুরস্কের ঐতিহাসিক দ্বিতীয় দফার ভোটে জয়ী হয়েছেন এরদোয়ান। তিনি টানা তৃতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হয়েছেন।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ৯৭ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে এরদোয়ান পেয়েছেন ৫২ দশমিক ১ শতাংশ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট।

গত ১৪ মে দেশটিতে প্রথম দফায় ভোট অনুষ্ঠিত হয়। কিন্তু কেউই ৫০ শতাংশ ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়।

বিভি/এজেড

মন্তব্য করুন: