• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কসোভোতে সংঘর্ষ: তীব্র নিন্দা ন্যাটোর

প্রকাশিত: ১৪:৫৮, ৩০ মে ২০২৩

ফন্ট সাইজ
কসোভোতে সংঘর্ষ: তীব্র নিন্দা ন্যাটোর

কসোভোর উত্তরাঞ্চলীয় একটি শহরে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষে ন্যাটোর ২৫ শান্তিরক্ষী ও সার্ব জাতিগোষ্ঠীর অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। এর তীব্র নিন্দা জানিয়েছে ন্যাটো। 

সার্ব অধ্যুষিত কসোভোর উত্তরাঞ্চলীয় জেভচান শহরে শুক্রবার থেকে চলমান বিক্ষোভ সোমবার ব্যাপক সহিংস আকার নেয়। সার্বদের বয়কটে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ী আলবেনীয় মেয়রদের তাদের কার্যালয়ে ঢুকতে বাধা দিতে চারটি টাউন হলে হামলা চালায় বিক্ষুব্ধরা।

আক্রান্ত হন টাউন হলগুলোর নিরাপত্তায় অবস্থান নেয়া ন্যাটো শান্তিরক্ষীরা। পাল্টা প্রতিরোধে আহত হয় অর্ধশতাধিক বিক্ষোভকারী। শান্তিরক্ষীদের ওপর হামলাকে অগ্রহণযোগ্য বলে কসোভোর সরকারকে সতর্ক করেছে ন্যাটো। 

পরিস্থিতি অবিলম্বে নিয়ন্ত্রণে না আনলে জাতিগত সহিংসতার সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

কসোভোর প্রেসিডেন্ট ভিয়োসা ওসমানীর দাবি, এর জন্য ওই অঞ্চলে ঘাপটি মেরে থাকা সার্ব সন্ত্রাসীরা দায়ি। এদিকে, সার্ব জাতিগোষ্ঠীর ওপর নির্যাতন সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে রুশ সমর্থনপুষ্ট প্রতিবেশী সার্বিয়া। প্রয়োজনে যুদ্ধের হুমকি দিয়েছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক।

মন্তব্য করুন: