• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাফ কথা

প্রকাশিত: ১৮:৩৪, ৩০ মে ২০২৩

ফন্ট সাইজ
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাফ কথা

ছবি: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

যারা রাষ্ট্রীয় প্রতীকে (স্থাপনা) হামলা চালায়, তাদের সঙ্গে কোনো সংলাপ নয়। সম্প্রতি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতারের পর সামরিকসহ দেশটির বিভিন্ন স্থাপনায় যে হামলার ঘটনা ঘটেছে, সে প্রসঙ্গে এমন কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

শাহবাজ শরিফ বলেছেন, সংলাপ ‘রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে গভীরভাবে নিহিত’ এবং এটি গণতন্ত্রকে ‘পরিপক্ক ও বিকশিত’ হতে সাহায্য করে। অনেক রাজনৈতিক ও সাংবিধানিক অগ্রগতি ঘটেছিল যখন রাজনৈতিক নেতারা ঐকমত্য তৈরির জন্য আলোচনার টেবিলে বসেছিলেন।’

‘যাইহোক, এখানে একটা বড় পার্থক্য তৈরি হয়েছে। নৈরাজ্যবাদী ও অগ্নিসংযোগকারীরা, যারা রাজনীতির পোশাক পরে রাষ্ট্রের প্রতীককে আক্রমণ করে তারা সংলাপের যোগ্য নয়। বরং তাদের জঙ্গি কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। এমনকি উন্নত গণতন্ত্রেও এটি প্রচলিত,’ বলেন শাহবাজ শরিফ। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

বিভি/এমআর

মন্তব্য করুন: