• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মস্কোয় ড্রোন হামলা, যা বলছে ইউক্রেন

প্রকাশিত: ১৯:৪৮, ৩০ মে ২০২৩

ফন্ট সাইজ
মস্কোয় ড্রোন হামলা, যা বলছে ইউক্রেন

ছবি: ব্যাংকক পোস্ট

রাশিয়ার রাজধানী মস্কোয় ড্রোন হামলা হয়েছে। আর এতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক এক প্রশ্নের জবাবে মস্কোয় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমরা সঙ্গে কোনোভাবেই জড়িত নই।’ মঙ্গলবার (৩০ মে) ভোরে এ হামলার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

অপরদিকে, ড্রোন হামলার পরপরই মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, ‘আজ সকালে, সূর্যোদয়ের সময় চালানো ড্রোন হামলায় কিছু ভবনের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। শহরের জরুরি সেবাবিষয়ক সংস্থাগুলো ঘটনাস্থলে গেছে... কেউ গুরুতর আহত হয়েছে, এমনটা জানা যায়নি।’

ক্রিমিয়া উপকূলে ২৫ কিলোমিটার এলাকাজুড়ে প্রতিরক্ষামূলক নানা অবকাঠামো গড়ে তুলেছে রাশিয়া। মস্কোর অবস্থান ইউক্রেন থেকে এক হাজার কিলোমিটারের বেশি দূরে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, আঘাত হানার স্থল থেকে ধোঁয়া উড়ছে। কিছু ভবনের জানালা ভাঙা। সূত্র: বিবিসি, আল জাজিরা

বিভি/এমআর

মন্তব্য করুন: