• NEWS PORTAL

  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

চীনে মুসলিমদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

প্রকাশিত: ২৩:০৯, ৩০ মে ২০২৩

ফন্ট সাইজ
চীনে মুসলিমদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ছবি: ফাইল ফটো

চীনের ইউনান প্রদেশের নাজিয়াইং গ্রামে একটি মসজিদের গম্বুজ ও মিনার ভাঙার প্রতিবাদ করেছেন স্থানীয় হাজারো মুসলিম। স্থানীয়রা কর্তৃপক্ষের কাজে বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। 

দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ধর্মকে চীনাকরণের উদ্যোগের অংশ হিসেবে প্রদেশটিকে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। 

হুই অ্যাক্টিভিস্টরা বলছেন, গত কয়েক বছরে কর্তৃপক্ষ ইসলামি অনেক স্থাপনা অপসারণ করেছে, দেশজুড়ে সহস্রাধিক মসজিদের গম্বুজ ও মিনার ধ্বংস করা হয়েছে। নাজিয়াইং গ্রামের মসজিদটিতে শেষ গম্বুজ ও মিনার রয়েছে। ইউনানের নাজিয়াইং গ্রামটি ইসলামি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। মসজিদের গম্বুজ ও মিনার অপসারণের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।  সূত্র: আল জাজিরা

  

বিভি/এমআর

মন্তব্য করুন: