• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কানাডায় ভয়াবহ দাবানল: পরিস্থিতি নাজুক

প্রকাশিত: ১৩:৩৩, ৩১ মে ২০২৩

আপডেট: ১৩:৩৪, ৩১ মে ২০২৩

ফন্ট সাইজ
কানাডায় ভয়াবহ দাবানল: পরিস্থিতি নাজুক

ছবি: স্যাডা এলবালাদ

কানাডার নোভা স্কশিয়া প্রদেশে দাবানল পরিস্থিতি নাজুক দিকে মোড় নেয়ায় আরও ১৬ হাজার অধিবাসীকে এলাকা ছাড়ার প্রস্তুতি রাখার নির্দেশনা জারি হয়েছে। বহাল আছে হ্যালিফ্যাক্স অঞ্চলে জারি করা আঞ্চলিক জরুরি অবস্থা। 

হ্যালিফ্যাক্সের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি গবাদি পশুর খামারে নতুন করে আগুন শনাক্তের জেরে হুমকিতে থাকা অন্তত ১৬ হাজার অধিবাসীর উদ্দেশে মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যার পর জরুরি নির্দেশনা জারি করে স্থানীয় প্রশাসন। এতে বলা হয়, ৩৮ মাইল এলাকা জুড়ে বসবাস করা অধিবাসীদের ৩০ মিনিটের নোটিশে বাধ্যতামূলক এলাকা ছাড়ার জন্য পোষা প্রাণী ও মালপত্র গুছিয়ে রাখতে হবে। মূলত ওই খামারে অ্যামোনিয়ার একাধিক প্ল্যান্ট থাকায় গ্যাস লিকের শঙ্কায় এই ব্যবস্থা নেয়া হয়।

দাবানলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন ১৮ হাজারের বেশি অধিবাসী। হ্যালিফ্যাক্সের ফায়ার সার্ভিস জানিয়েছে, গত রবিবার থেকে ছড়িয়ে পড়া দাবানলে এরইমধ্যে পুড়ে গেছে দুই শতাধিক বাড়িঘর। বাতাসের তীব্রতা থাকায় আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হচ্ছে।

শুক্রবার সকাল পর্যন্ত বৃষ্টির কোন পূর্বাভাস নেই বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ। সূত্র: সিবিএস নিউজ 

বিভি/এমআর

মন্তব্য করুন: