• NEWS PORTAL

  • সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যেসব শাকে শরীর থেকে মেদ ঝরবে ম্যাজিকের মতো

প্রকাশিত: ০০:২৬, ৯ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
যেসব শাকে শরীর থেকে মেদ ঝরবে ম্যাজিকের মতো

শীত আসছে। চুটিয়ে শাক খান। শাকে প্রচুর ইনসল্যুবল ফাইবার আছে। তাই মেটাবলিজমের হার বৃদ্ধি করে ওজন কমাতে সাহায্য করে। কথায় বলে, শাকান্ন খেয়েই দিন কাটে দরিদ্র মানুযের। স্বল্পমূল্যে শুধু শাক নয়, স্বাস্থ্যেরও ঠিকানা নানা রকমের শাক। 

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিনে শাকের উপকারিতা নিয়ে বলেছেন দেশটির পুষ্টিবিদ ভুবন রস্তোগী।

ফাইটোনিউট্রিয়েন্টস, ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর শাকে ক্যালরি খুবই কম। তাই ডায়েটিং করলে খেতেই হবে শাক।

সর্ষেশাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ডি, বি-১২ আছে। আরও আছে আয়রন, ক্যালসিয়াম। ওজন কমাতে কার্যকর এই শাক। 

শীতে খুব জনপ্রিয় পালং শাক। প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেটে পূর্ণ এই শাক সাহায্য করে ওজন কমাতে।

আলু, কুমড়ো থেকে কুচো চিংড়ি-একাধিক কম্বিনেশনে পুঁইশাক অনবদ্য। ভিটামিন এ, ফাইবারে ভরা এই শাক পরিপাক ক্রিয়া ঠিক রাখে। ক্যালরিমুক্ত এই শাক ওজন কমাতেও সাহায্য করে।

বেতো শাক বাজারে একটু খুঁজলেই পাবেন। লো ক্যালরি এই শাকে প্রচুর ফাইবার। ওজন কমাতে বেতো শাক খুবই উপকারী।

নটে শাকে আছে ভিটামিন এ, সি, আয়রন, ম্যাগনেসিয়াম। এই শাকের ফাইবার দীর্ঘ ক্ষণ পূর্ণ রাখে পেট। তাই ঘন ঘন খিদে পায় না। ওজন কমাতে ডায়েটে নিয়মিত রাখুন এই শাক।

শাক খুব ভাল করে কুচিয়ে কুটে নিন. তাহলে ওয়াটার সল্যুবল পুষ্টিগুণ বজায় থাকবে। রান্নার আগে ঈষদুষ্ণ জলে নুন মিশিয়ে ভাল করে শাক ধুয়ে নিন। তাহলে শাক থেকে ব্যাকটেরিয়া, ধুলোবালি দূর হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: