• NEWS PORTAL

  • সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

সম্পর্ক যেমনই হোক, ভালো শ্রোতাও জরুরি যে কারণে

প্রকাশিত: ১৬:০৫, ৪ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
সম্পর্ক যেমনই হোক, ভালো শ্রোতাও জরুরি যে কারণে

প্রতিকী ছবি

যারা কথা বলতে জানেন না তারা বোবা, এমনকি শুনতেও পান না। কিন্তু, যারা জানেন তারা অনেক কিছুই বলতে পারেন। তবে, বলার পাশাপাশি শোনার অভ্যাসটাও ভীষণ জরুরি। যে কারণে, আজকাল বিভিন্ন বয়সের বহু মানুষ একাকিত্বে ভুগছেন। এখন মানুষ অনেক বেশি প্রযুক্তি নির্ভর, সোশ্যাল মিডিয়ার নেশায় সোশ্যাল আইসোলেট (সামাজিক বিচ্ছিন্নতা) হয়ে যাচ্ছে। ফলে মানুষের সঙ্গে কথা বলাও কমে যাচ্ছে। আর যতক্ষণ না আপনি মনের কথা কারও সঙ্গে শেয়ার করবেন, সামনের মানুষটা আপনার ফিলিংস বুঝতে পারবে না কিংবা আপনার সমস্যার সমাধান বেরোবে না। কথা বলার পাশাপাশি আরও একটি বিষয়ও ভীষণ জরুরি। কথা শোনা। ভালো শ্রোতা হতে হবে। কারণ কথা বলাই যথেষ্ট নয়, কথা শোনা বা শ্রোতা হওয়াও জরুরি। এতে অনেক কিছু থেকেই মিলবে পরিত্রাণ।

১. ভুল বোঝাবুঝি কমে: আপনি যখন সামনের মানুষটার কথা মন দিয়ে শুনবেন, বুঝতে পারবেন তার ফিলিংস, তার মনের ভিতর কী রয়েছে। যদি আপনাদের মধ্যে কোনও ভুল বোঝাবুঝি হয়ে থাকে, সেটারও সমাধান পেয়ে যাবেন। একটা মানুষকে বুঝতে গেলে তার কথাও আপনার জানা দরকার, শোনা দরকার।

২. স্পষ্ট ধারণা মেলে: দু’টো মানুষের চিন্তাধারা আলাদা। আপনি নিজের কথা বলার পাশাপাশি যখন সামনের মানুষটার কথা শুনবেন, তখন বুঝতে পারবেন সে কী ভাবছে, তার চিন্তাভাবনা কেমন। আপনার মনে যদি কোনও বিষয় বা বস্তুকে কেন্দ্র করে কোনও দ্বন্ধ থাকে, তারও স্পষ্ট ধারণা মিলতে পারে। ভালো শ্রোতা হলে আপনিও যে সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন।

৩. কমিউনিকেশন মজবুত হয়: যে কোনও সম্পর্কের ভিত হলো কমিউনিকেশন। আর কমিউনিকেশন মানে শুধু কথা বলা নয়, ভালো শ্রোতা হওয়াও দরকার। সামনের মানুষটা কী বলছে, তা মন দিয়ে শুনুন। সে যখন আপনাকে কিছু বলছে, তার কথা কাটবেন না বা মাঝে কথা বলবেন না। এতে আপনাদের কমিউনিকেশন আরও মজবুত হয় এবং সম্পর্কও সুন্দর হবে।

৪. আপনার সম্মান বাড়বে: সামনের মানুষটা যখন দেখবে আপনার তার কথা মন দিয়ে শুনছেন এবং সেই মতো তার সঙ্গে কথা বলছেন, এতে আপনার প্রতি তার সম্মান বাড়বে। পাশাপাশি আপনার সঙ্গে কথা বলতে মানুষটি আরও আগ্রহী হবে। এতে আপনাদের সম্পর্ক মজবুত হবে। তা ছাড়া সামনাসামনি বসে দু’টো মানুষ কথা বললে একাকিত্বও কমে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: