• NEWS PORTAL

  • শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আন্দোলনে নিহত ছেলের ছবি পোস্ট করে বিচার চাইলেন এক মা 

প্রকাশিত: ১৭:২২, ১৮ জুলাই ২০২৪

আপডেট: ১৮:৫১, ১৮ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
আন্দোলনে নিহত ছেলের ছবি পোস্ট করে বিচার চাইলেন এক মা 

কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের এক শিক্ষার্থী ফারহান ফাইয়াজ নিহত হয়েছেন। পরে নিহত ওই শিক্ষার্থীর স্বজন নাজিয়া খান একটি স্ট্যাটাসে ফারহানের মৃত্যুর খবর জানিয়ে এবং বিচার চেয়ে একটি পোস্ট দিয়েছেন।

বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। ফারহানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন সিটি হাসপাতালের সহকারী ব্যবস্থাপক ওসমান গণি। এছাড়া নিহতের স্বজন ও শিক্ষক নাজিয়া খান ফেসবুক পোস্টে নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে নাজিয়া খান দুটি স্ট্যাটাসে লেখেন, They killed my child Farhan Faiyaaz. He was not even 18 year old. I want justice for Farhan Faiyaz. #justiceforFarhan.

ওই পোস্টে নাজিয়া খান লেখেন, ফারহান ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর জন্ম নেন। এবং এই মৃত্যুর বিচার চান।

আরেক পোস্টে নাজিয়া লেখেন, This is my Farhan Faiyaaz, He is dead now. I want justice.

নিহত ফারহান ফাইয়াজ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ সাইন্স ক্লাব ও ইয়ুথ ক্লাবের সক্রিয় সদস্য ছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2