বন্ধ ঘোষণা করা হলো ঢাকা থেকে ৫ রুটে লঞ্চ চলাচল

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় দানা। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢাকা থেকে পাঁচটি রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ। সংস্থাটি জানায়, ঘূর্ণিঝড় দানার প্রভাবে সমুদ্রে ৩ নম্বর সতর্কতা সংকেত ও নদী বন্দরগুলোতে দুই নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে।
ঘূর্ণিঝড় ‘দানা’র কারণে ঢাকা থেকে হাতিয়া, বেতুয়া/আয়শাবাগ, রাংগাবালী, ঢাকা-চরমোন্তাজ, খেপুপাড়া নৌরুটের লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি এক ইঞ্জিন বিশিষ্ট নৌযান বন্ধ রাখা হয়েছে।
প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেয়া দানার বাংলাদেশে আসার কোন সম্ভাবনা না থাকলেও, ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের কারণে মোংলা, পায়রা, চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
প্রবল ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে ভারতের উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে ভারতে প্রবেশ করতে পারে। সেসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার।
বিভি/এসজি
মন্তব্য করুন: