সাদপন্থীদের দখলে কাকরাইল মসজিদ

ছবি: সংগৃহিত
রাজধানীর কাকরাইল মারকাজ মসজিদে প্রবেশ করেছেন মাওলানা সাদের অনুসারীরা। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল থেকেই মসজিদে প্রবেশ করতে থাকেন সাদপন্থীদের একটি বিশাল দল।
জানা যায়, মাওলানা সাদপন্থীরা আগেই ঘোষণা দিয়েছিলেন শুক্রবার সকালে কাকরাইলের মারকাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেবেন। সেই অনুযায়ী সকাল ৮টার দিকে তারা মসজিদে প্রবেশ করেন। এর আগে সেখান থেকে চলে যান জুবায়ের পন্থীরা। তাবলীগ জামাতের দুই পক্ষের বিরোধের পর থেকে মারকাজ মসজিদের নিয়ম ছিল ১৪ দিন থাকবেন সাদপন্থীরা। আর, ২৮ দিন থাকবেন জুবায়েরপন্থীরা।
দুপক্ষের চরম বিরোধে গত ৭ বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদের এক অংশে জুবায়েরপন্থিরা ৪ সপ্তাহ ও সাদপন্থিরা দুই সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। তবে, মসজিদের অপর অংশ জুবায়েরপন্থিরা ১২ মাসই নিজেদের দখলে রাখেন।
সাদপন্থিদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময়ে হেফাজত সমর্থিত জুবায়েরপন্থিরা বেশি সুবিধা ভোগ করেছে। টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ নিয়েও রয়েছে দুই পক্ষের বিরোধ।
এর আগে ৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে মাওলানা জুবায়ের’র অনুসারীরা বলেন, দেশে ইজতেমা একবারই হবে, দু’বার নয়। ইজতেমার মাঠ ও ঢাকার কাকরাইল মসজিদে দিল্লির মাওলানা সাদের অনুসারীদের আর ঢুকতে দেওয়া হবে না।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: