আবারও আসছে কাজী জেসিনের ‘টাইমলাইন বাংলাদেশ সংলাপ’

দীর্ঘ প্রায় এক যুগ পর, সমসাময়িক বিষয় নিয়ে কাজী জেসিনের পরিকল্পনা ও উপস্থাপনায় শুরু হতে যাচ্ছে ‘টাইমলাইন বাংলাদেশ সংলাপ'। বছরের ঠিক শেষে, ঐতিহাসিক এই বছরের প্রাপ্তি ও প্রত্যাশা নিয়ে এই আয়োজন। নতুন বাংলাদেশ গড়ার পথ কতোটা চ্যালেঞ্জিং, সমাধান আসবে কোন পথে-সংস্কার ও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্নের উত্তর খুঁজতে আয়োজন করা হয়েছে এই সংলাপের।
অনুষ্ঠানে আগামী রবি ও সোমবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন পর্বে অংশগ্রহণ করবেন সরকারের উপদেষ্টা, রাজনৈতিক বিশ্লেষক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, বিএনপি নেতৃবৃন্দ ছাড়া আরও অনেকে।
‘টাইমলাইন বাংলাদেশ’ সংলাপ অনুষ্ঠানটি হবে সেগুন বাগিচা কচি কাঁচার মেলা অডিটোরিয়ামে। সম্প্রচারিত হবে জিটিভিতে প্রতিদিন রাত ১১টায় এবং পরদিন সকাল ৮টা ৪৫ মিনিটে।
বিভি/এমআর
মন্তব্য করুন: