ওয়ার্ল্ড সামিটে যোগ দিতে দুবাই গেলেন প্রধান উপদেষ্টা

ড. মুহাম্মদ ইউনূস (ফাইল ছবি)
‘ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট’ অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখান থেকে সম্মেলনস্থল দুবাইয়ে পৌঁছাবেন তিনি।
জানা যায়, বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ড. ইউনূস সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হন। দুদিনের সংক্ষিপ্ত সফর শেষে আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) তিনি দেশে ফিরবেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫ সম্মেলনে অংশ নিতে আমিরাতের উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শাইখ মুহাম্মাদ বিন রাশিদ আল মাখতুম প্রধান উপদেষ্টাকে একটি আমন্ত্রণপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা শীর্ষ সম্মেলনে অংশ নিতে সম্মতি দিয়েছেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: