• NEWS PORTAL

  • সোমবার, ০৫ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সংস্কার প্রক্রিয়া গতিশীল করতে হবে: প্রধান বিচারপতি 

প্রকাশিত: ২১:২৫, ৪ মে ২০২৫

ফন্ট সাইজ
সংস্কার প্রক্রিয়া গতিশীল করতে হবে: প্রধান বিচারপতি 

ছবি: প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

বিচার ব্যবস্থার পূর্ণাঙ্গ সংস্কার না হলে অন্যান্য সংস্কার প্রক্রিয়ার স্থায়িত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন।

রবিবার (৪ মে) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ আয়োজিত ‘ন্যায় বিচারের ভবিষ্যত রূপকল্প’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। 

এ সময় তিনি বলেন, আগস্ট-সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংস্কার প্রক্রিয়া গতিশীল করতে হবে। কমার্শিয়াল কোর্ট স্থাপন কার্যক্রমের মাধ্যমে বিচার ব্যবস্থার বিকেন্দ্রীকরণ সূচীত হতে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। 

এসময় বহুমাত্রিক সংস্কার কার্যক্রম নিয়েও কথা বলেন প্রধান বিচারপতি। 

প্রফেসর ড. মুহম্মদ জাফর উল্লাহ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহহিয়া আখতার। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি সালাহ উদ্দিন কাশেম খান।
 

বিভি/এ আই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2