পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে আঞ্চলিক পরিস্থিতি ও পারস্পরিক সম্পর্ক নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। সোমবার (৫ মে) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান। তিনি উত্তেজনা নিরসনের ওপর গুরুত্বারোপ করেন।
পোস্টে বলা হয়, আলোচনাকালে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার সাম্প্রতিক সময়ে ভারতের 'ভিত্তিহীন অভিযোগ' ও একতরফা পদক্ষেপের কারণে দক্ষিণ এশিয়ায় উদ্ভূত উত্তেজনার বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন। বিশেষভাবে তিনি সিন্ধু পানি চুক্তির কিছু বিধান স্থগিত করার ভারতের একতরফা সিদ্ধান্তের বিষয়টি তৌহিদ হোসেনের কাছে তুলে ধরেন।
দুইদেশের প্রতিনিধিরা পারস্পরিক সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি তারা আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনাও আলোচনা করেন। নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ বজায় রাখার প্রয়োজনীয়তার ওপরও তারা গুরুত্বারোপ করেন।
বিভি/এসজি
মন্তব্য করুন: