ভোটারের বয়স ১৬ আর প্রার্থীর বয়স কমপক্ষে ২৩ করার পক্ষে এনসিপি

ভোটারের বয়স ১৬ আর প্রার্থীর বয়স কমপক্ষে ২৩ করার পক্ষে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। সেইসঙ্গে ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণকে প্রাধান্য দিয়ে সংগঠনটি নতুন সংস্কার প্রস্তাব দিয়েছে।
মঙ্গলবার (৬ মে) সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের সূচনায় কমিশনের সহ- সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের হাতে নতুন এই সংস্কার প্রস্তাব তুলে দেন এনসিপির সদস্য সচিব আকতার হোসেন। এসময় তারা এটিকে ‘বিকল্প সংস্কার প্রস্তাব’ বলছেন।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, জাতীয় সনদ তৈরিতে কমিশন অঙ্গীকারাবদ্ধ। এনসিপির সংস্কার প্রস্তাব কমিশন পর্যালোচনা করবে বলেও জানান তিনি।
বিভি/এআই
মন্তব্য করুন: