দেশে ফিরেই মাকে দেখতে হাসপাতালে ডা. জুবাইদা রহমান

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান আজ সন্ধ্যায় গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বের হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে উদ্দেশে রওনা হন।
মঙ্গলবার (৬ মে) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ডা. জুবাইদা রহমান গুলশানে তার শাশুড়ি বেগম খালেদা জিয়ার কাছে ছিলেন, তার গাড়ি নিয়ে বাসভবন ‘ফিরোজা’ ত্যাগ করেন। মায়ের সঙ্গে দেখা করে তার বাবার ধানমন্ডির বাসায় যাবেন।
এর আগে বিকালে বিএনপি’র মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, ডাক্তার জুবাইদা রহমান তার মাকে দেখতে হসপিটালে যাবেন।
দীর্ঘ ১৭ বছর পর সকালে কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় বেগম খালেদা জিয়ার সঙ্গে পৌছান তিনি। দুপুর একটা ১৫ মিনিটে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন তারা।
বিভি/এআই
মন্তব্য করুন: