• NEWS PORTAL

  • বুধবার, ০৭ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এক সপ্তাহের মধ্যে নতুন সাইবার আইন কার্যকর: আইন উপদেষ্টা 

প্রকাশিত: ১৮:২০, ৬ মে ২০২৫

ফন্ট সাইজ
এক সপ্তাহের মধ্যে নতুন সাইবার আইন কার্যকর: আইন উপদেষ্টা 

ছবি: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

আগামী এক সপ্তাহের মধ্যে নতুন সাইবার সিকিউরিটি আইন কার্যকর হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

আজ মঙ্গলবার (৬ মে) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

আসিফ নজরুল বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে নতুন সাইবার সিকিউরিটি আইন কার্যকর হবে। নতুন আইনে পুরোনো আইনের ৯টি ধারা বাতিল করা হয়েছে। এ অবস্থায় আগের সাইবার সিকিউরিটি আইনে যেসব মামলা হয়েছে, তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে বলেও জানান তিনি।

তিনি বলেন, নতুন সাইবার সিকিউরিটি আইনে অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে। নতুন সাইবার সিকিউরিটি আইনে সর্বোচ্চ শাস্তি ২ বছর। কেউ মিথ্যা মামলা করলে এবং তা প্রমাণ হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে।

এসময় উপদেষ্টা পরিষদ সিভিল প্রসিডিউর অ্যাক্টের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বলেও জানান আসিফ নজরুল। তিনি বলেন, এর ফলে এখন মামলা নিষ্পত্তি নিয়ে বছরের পর বছর আদালতে চক্কর কাটতে হবে না, দ্রুত মামলা নিষ্পত্তি হবে।

তিনি আরও বলেন, নারী সংস্কার কমিশনের প্রস্তাব সরকারি সিদ্ধান্ত না। এক্ষেত্রে ভিন্নমত থাকতেই পারে। আক্রমণাত্মক বিদ্বেষ প্রকাশ করা হয়েছে কিছু ক্ষেত্রে। সহনশীলতা ও শালীনতা বজায় রাখতে হবে সরকারের যেকোনো সিদ্ধান্তে ভিন্নমত পোষণের ক্ষেত্রে।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2