• NEWS PORTAL

  • শুক্রবার, ১৬ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির প্রভাব শাহজালাল বিমানবন্দরে

প্রকাশিত: ১৬:০৩, ৭ মে ২০২৫

ফন্ট সাইজ
ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির প্রভাব শাহজালাল বিমানবন্দরে

আজাদ কাশ্মীরে ভারতের আকস্মিক হামলায় আরও উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে দুই দেশে। দুই দেশের পাল্টাপাল্টি হামলার জেরে নিরাপত্তাহীনতায় ঢাকার শাহজালাল বিমানবন্দরের কিছুটা প্রভাব পড়ছে ফ্লাইট ওঠা-নামায়। 

মঙ্গলবার (৬ মে) মধ্যরাত থেকে ঢাকাগামী ৩টির মধ্যে ২টি ডায়ভার্ট ও ঢাকা থেকে ছেড়ে যাওয়া ১টি ফ্লাইটে শিডিউল বিপর্যয় ঘটেছে।

শাহজালাল বিমানবন্দর ও ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী, ঢাকাগামী ৩টি ফ্লাইটের দুটি ডায়ভার্ট হলেও পরবর্তীকালে সকালে অন্য রুট ব্যবহার করে ঢাকায় ফিরে আসে ফ্লাইটগুলো। এর মধ্যে তুর্কি থেকে আগত তার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি দেশটির এয়ারপোর্ট ছেড়ে আসে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায়।

ঢাকায় অবতরণের কথা ছিল ভোর সোয়া ৫টায়। কিন্তু পাকিস্তানের আকাশ অনিরাপদ হওয়ায় নিকটস্থ ওমানের মাসকাট এয়ারপোর্টে অবতরণ করে। পরে সকাল সোয়া ৯টায় দিল্লির রুট ধরে ঢাকায় পৌঁছে।

এ ছাড়া কুয়েত সিটি থেকে ঢাকাগামী জাজিরা এয়ারওয়েজের একটি ফ্লাইট দেশটি ছেড়ে আসে রাত ১০টায়। ফ্লাইটটি ঢাকায় অবতরণের কথা ছিল ভোর ৫টা ৪৫ মিনিটে। কিন্তু প্রায় এক ঘণ্টার বেশি সময় আকাশে উড়ার পর আবারও কুয়েতে চলে যায় ফ্লাইটটি।

এদিকে গুয়াংজু থেকে চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইট দুপুর ১২টায় ঢাকায় অবতরণের কথা থাকলে ৩ ঘণ্টা দেরি করে দুপুর ৩টায় নামবে ফ্লাইটটি।

ঢাকা থেকেও বেশ কয়েকটি মধ্যপ্রাচ্য রুটের ফ্লাইট পাকিস্তানের আকাশ ব্যবহার করে। সকালে টার্কিগামী একটি ফ্লাইট দেরিতে দুপুর দেড়টায় ছেড়ে গেছে ঢাকা এয়ারপোর্ট। বর্তমানে ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার কারণে নিরাপদে বিকল্প রুটে ফ্লাইট পরিচালনা করার কথা জানিয়েছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2